UNDP এবং USAID-এর প্রযুক্তিগত সহায়তায় a2i- সরকারী স্টেকহোল্ডারদের সহযোগিতায়, জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্ক ডিজাইন, বিকশিত এবং বাস্তবায়িত করেছে, একটি ই-আর্কিটেকচার যার উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ পাবলিক ওয়েবসাইট তৈরি করা যা নাগরিকদের অ্যাক্সেস করার ক্ষেত্রে ঝামেলা, সময় এবং খরচ কমিয়ে দেয়। এবং সরকারি তথ্য ও সেবা গ্রহণ করা। আজ সরকারের জাতীয় পোর্টাল কার্যত 46,500টি সরকারি অফিসকে একত্রিত করে, 36টি মন্ত্রণালয় থেকে প্রায় 400টি পরিষেবার বিস্তারিত তথ্য এবং প্রায় 1653টি সরকারি ফর্ম হোস্ট করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস